ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
সবুজবাগে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সবুজবাগ থেকে মোহাম্মদ রাজন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩ এর একটি দল।

বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

 

তিনি বলেন, সকালে সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রাজন নামে এক মাদক ব্যাবসায়ীর কাছ থেকে ২৯ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাজন রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এনএইচএফ/ওএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।