ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় দোকানে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
শৈলকুপায় দোকানে অগ্নিকাণ্ড ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে মাসুদ রানার ঘড়ির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ওই দোকানের মালিক।



বুধবার (১১ নভেম্বর ) রাত ১১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে  বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের র্কমীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোকানের মালিক মাসুদ রানা বলেন, আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাশেম খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে করেছেন ।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।