ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় হামলায় বাস্তহারা লীগের ৬ কর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
শার্শায় হামলায় বাস্তহারা লীগের ৬ কর্মী আহত

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় যুবলীগের হামলায় বাস্তহারা লীগের ৬  কর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে বাস্তহারা লীগের অফিসে থাকা আসবাবপত্র ও বঙ্গবন্ধুর ছবি।



বুধবার (১১ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলার নাভারন রেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন বাংলানিউজকে জানান, বুধবার বিকেলে দিকে আওয়ামী লীগ কর্মী নাভারনের কাজিরবেড় গ্রামের আইয়ুব আলীর দুই ছেলে মিলন ও সুমন বাস্তহারা লীগ অফিসে এসে ডালিম নামের এক কর্মীর কাছে ১২ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লাঠি ও দিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে তারা। এতে  বাস্তহারা লীগের কর্মী ডালিম, জাহাঙ্গীর, শাওন, রমজান, তরিকুল ও সখিনা খাতুন আহত হন।

এ সময় যুবলীগ কর্মীরা অফিসে থাকা টেবিল, চেয়ার, বেঞ্চ, টেলিভিশন ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওযা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।   

অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।