ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ীকে অজ্ঞান করে ২ লাখ টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ব্যবসায়ীকে অজ্ঞান করে ২ লাখ টাকা ছিনতাই ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বাবুবাজার ব্রিজ থেকে আবদুর রব (৫৮) নামে এক ব্যবসায়ীকে অজ্ঞান করে দুই লাখ ছিনতাই করেছে অজ্ঞানপার্টি।

তিনি রাজধানীর লালবাগ শহীদনগরের বাসিন্দা ও চকবাজারের সুমন প্লাস্টিকের মালিক।



বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে একটি ঢাকা-মাওয়াগামী যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।  

রবের শ্যালক শাহাদাত জানান, জমি সংক্রান্ত কাজে দুই লাখ টাকা নিয়ে রব মুন্সিগঞ্জ যাচ্ছিলেন। বাবুবাজার ব্রিজের ‍ওপর বাসের মধ্যে কে বা কারা তাকে কিছু খাইয়ে ‍অচেতন করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে মাওয়া ঘাট থেকে তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‍আনা হয়।

বর্তমানে তিনি ঢামেকের নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।   

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এজেডএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।