ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আসমা কিবরিয়ার কুলখানি শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আসমা কিবরিয়ার কুলখানি শুক্রবার আসমা কিবরিয়া

ঢাকা: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী আসমা কিবরিয়ার কুলখানি শুক্রবার (১৩ নভেম্বর)। এ উপলক্ষে বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।



কুলখানিতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শাহ এ এম এস কিবরিয়া ও আসমা কিবরিয়ার পুত্র ‘সাপ্তাহিক মৃদুভাষণ’ পত্রিকার প্রধান সম্পাদক ড. রেজা কিবরিয়া।

কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পুরুষ ও নারীদের জন্য আলাদা ব্যবস্থা আছে বলেও জানান ড. রেজা কিবরিয়া।

বাংলাদেশের চিত্রশিল্পের অনন্যসাধারণ ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আসমা কিবরিয়া। ১৯৩৭ সালে জন্ম নেওয়া আসমা নিউইর্য়কের উন আর্ট স্কুল ও ওয়াশিংটনের কোরকোরান স্কুলে চিত্রকলা নিয়ে পড়াশোনা করেন। ওয়াশিংটনে সমসাময়িক মার্কিন শিল্পীদের সঙ্গে কাজের সূত্র ধরে বিমূর্ত ধারার চিত্রকলায় প্রভাবিত হন তিনি। ব্যাংককসহ পৃথিবীর বিভিন্ন শহরে তার কাজ নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত ১১টি একক প্রদর্শনী হয়েছে।

গত সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আসমা কিবরিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার ছেলে ড. রেজা কিবরিয়া একজন অর্থনীতিবিদ এবং মেয়ে নাজলী কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের চেয়ারম্যান।

গুলশান আজাদ মসজিদে প্রথম ও বনানী কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে স্বামী শাহ এ এম এস কিবরিয়ার কবরের পাশে দাফন করা হয় বরেণ্য এই শিল্পীকে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া।

অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র নিয়ে আসমা কিবরিয়ার আপত্তি ছিল। হত্যার বিচারের দাবিতে ‘শান্তির জন্যে নীলিমা’ নামের এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। কিন্তু স্বামী হত্যার বিচার দেখার আগেই চলে গেলেন না ফেরার দেশে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।