ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর জনসভা এলাকা থেকে সন্দেহভাজন যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
প্রধানমন্ত্রীর জনসভা এলাকা থেকে সন্দেহভাজন যুবক আটক

বগুড়া: বগুড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে রাশেদুল ইসলাম (৩০) নামে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।

পরে তাকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃত রাশেদুল ইসলাম গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
 
প্রত্যক্ষদর্র্শীরা জানান, বেলা ১২টার দিকে রাশেদুল ইসলাম আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন জিলা স্কুলে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে আটক করেন।
 
বগুড়া সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নুর-আমিন বাংলানিউজকে জানান, আটককৃত রাশেদুল ইসলামকে থানা হাজতে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা শেষে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমবিএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।