ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদকের খোঁজে বাংলানিউজের রহমান মাসুদ

... ... ... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
মাদকের খোঁজে বাংলানিউজের রহমান মাসুদ রহমান মাসুদ

মাদকের ভয়াবহ বিস্তারের কবলে এখন বাংলাদেশ। দেশের বিভিন্ন প্রান্তের সীমান্ত দিয়ে ঢুকছে মাদক।

সবই হচ্ছে অবাধে। বিভিন্ন বাহিনী ও প্রভাবশালী মহলের নাকের ডগায়, পৃষ্ঠপোষকতায়। তাদের প্রত্যক্ষ-পরোক্ষ প্রশ্রয়ে ও সহযোগিতায়। অর্থাৎ, মাদকের পাচার ও ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অর্থলোভী অসাধু সদস্যরাসহ সমাজের প্রভাবশালীদের নীতিভ্রষ্ট অংশ।

এদের মধ্যে পুলিশ, বিজিবি, আনসার, জিআরপির লোকেরা যেমন আছেন, তেম্নি আছেন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরাও। রাজনৈতিক মতপার্থক্য এখানে বাধা নয়। বরং টাকার লোভে রাজনৈতিক দুষমনরাও ‘রাখিবন্ধনে’ জড়িয়েছেন পরস্পরের সঙ্গে। এভাবে দেশজুড়ে গড়ে উঠেছে ‘মৌরসী পাট্টা’-র মতো  মাদকের অশুভ এক চক্র।

‘কুইক মানি’র সর্বনাশা হাতছানির কারণেই সমাজ-রাষ্ট্রের রক্ষক-সুরক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় নেমেছেন এরা। এটা এখন ‘ওপেন সিক্রেট’। তবু দুষ্ট চক্রটি ধরাছোঁয়ার বাইরে।

খুব কাছ থেকে এই চক্রের কর্মকাণ্ড দেখতে উত্তর-পূর্ব ও উত্তরের জনপদের বিভিন্ন মাদক রুট চষে বেড়াচ্ছেন বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট রহমান মাসুদ। এনিয়ে সরেজমিন ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হবে বাংলানিউজে। পড়ুন রোববার থেকে।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।