ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে হকার উচ্ছেদের ঘোষণা দিলেন সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
গুলিস্তানে হকার উচ্ছেদের ঘোষণা দিলেন সাঈদ খোকন মেয়র সাঈদ খোকন।

ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদের ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার (নভেম্বর ১২) দুপুরে নগর ভবনে হকার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন সাঈদ খোকন।


 
মেয়র বলেন, এখন থেকে গুলিস্তানের রাস্তায় ও ফুটপাতে কোনো ধরনের হকার বসবে না। কেউ কাউকে চাঁদা দিয়েও বসতে পারবে না। কেউ চাঁদা আদায় করতে পারবে ‍না। কেউ চাঁদা চাইতে আসলেই আপনারা তাকে ধরে পুলিশে দেবেন।
 
'ক্লিন গুলিস্তান' করার ঘোষণা দিয়ে মেয়র সাঈদ খোকন জানান, গুলিস্তান এলাকার সার্বিক উন্নয়নে হকার প্রতিনিধি, ৠাব, পুলিশ ও ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি সাত কার্যদিবসের বিষয়টি নিয়ে কি করা যায় তা ভেবে প্রতিবেদন জমা দেবেন। এরপরই প্রতিবেদনের ভিত্তিতে অভিযান নামবেন মেয়র।
 
খোকন বলেন, উচ্ছেদকৃত হকারদের সঠিক তালিকা করা হবে। তারা যাতে পথে না বসে তার জন্য তাদের পুনর্বাসন করা হবে। যেখানে তাদের পুনর্বাসন করা হবে সেখানে বসতে হলে তাদের একটি টোকেন নিতে হবে। এই টোকেন নেয়ার  আগে সির্টি কর্পোরেশনকে তারা রাজস্ব পরিশোধ করবেন।
 
প্রথম অবস্থায় গুলিস্থান থেকে হকার উচ্ছেদ করা হবে পরে পর্যায়ক্রমে অন্যান্য ফুটপাতকে হকার মুক্ত করা হবে বলেও এ সময় জানান মেয়র।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সচিব খান মোহাম্মদ রেজাউল করিম, প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ, গুলিস্তান হকার ফেডারেশনের  সভাপতি এম এ কাসেম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমআইকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।