ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
সাতক্ষীরার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ট্যুরিজম ইয়ার-২০১৬ সংক্রান্ত জেলা কমিটি ও স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।



তিনি বলেন, পৃথিবীতে বাংলাদেশ এক নম্বর পর্যটন ডেসটিনেশন। আর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান উৎস সুন্দরবন, যা আপনাদের। এটা জনগণকে ওন করতে হবে।

পর্যটনমন্ত্রী বলেন, খুব শিগগিরই পর্যটকদের নিরাপত্তার জন্য খুলনা অঞ্চলে টুরিস্ট পুলিশ দেওয়া হবে। এছাড়া সাতক্ষীরাসহ সারাদেশে পর্যটন বিকাশে ইকো ট্যুরিজম, কমিউনিটি বেজইড কালচারাল ট্যুরিজম, রিভার ও ওশান ট্যুরিজমের উপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রত্যেক জেলায় প্যাকেজ পর্যটন প্রোগ্রাম নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে সাতক্ষীরার মুন্সীগঞ্জে পর্যটন কটেজ স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি বাংলাদেশের পর্যটন বিকাশে মিডিয়ার ভুমিকার উপর গুরুত্বারোপ করে রাস্তাঘাট সংস্কার, যোগাযোগ ব্যবস্থা সুন্দর করার আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসক নাজমুল আহসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, পৌর মেয়র এমএ জলিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।