ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তিনি ও তার ছেলে খুনি হিসেবে পরিচিত থাকবেন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
তিনি ও তার ছেলে খুনি হিসেবে পরিচিত থাকবেন

বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ও তার ছেলে সারাজীবন খুনি হিসেবে এ দেশের মানুষের কাছে পরিচিত থাকবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।



প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ৩৪ দিন অবরোধ করেছিলেন নির্বাচন ঠেকানোর লক্ষ্য নিয়ে। এই ৩৪ দিনে ১৩৫ জন মানুষকে হত্যা করা হয়েছে। পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছে তাদের। নির্বাচনের দিনই ২৬ জনকে হত্যা করা হয়েছে। তারা মানুষ হত্যা ছাড়া আর কিছু পারে না। এ কারণে তিনি ও তার ছেলে খুনি হিসেবেই এদেশের মানুষের কাছে সারাজীবন পরিচিত থাকবেন।

সভায় বগুড়াবাসীকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নৌকার মানুষ কাউকে বঞ্চিত করে না, বরং দেয়। নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। নৌকায় ভোট পাওয়া দল সরকার গঠন করলে সমগ্র বাংলাদেশের উন্নয়ন হয়। উত্তরবঙ্গ একসময় মঙ্গাপীড়িত ছিল, এখন সেই মঙ্গা নেই। আমরা খাদ্য উৎপাদন বাড়িয়েছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। আর তারা কেবল মানুষ খুন করে।

এসময় বগুড়ায় আওয়ামী লীগ নেতাদের ওপর বিএনপির হামলার চিত্রও তুলে ধরেন শেখ হাসিনা।

বক্তৃতাকালে প্রধানমন্ত্রী দেশ ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলাম, অনেকে হাসাহাসি করেছিল। এখন দেখুন ডিজিটাল বাংলাদেশ। সবাই সুফল পাচ্ছে। সবার হাতে হাতে মোবাইল ফোন।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার জন্য জাতির পিতা তার জীবন উৎসর্গ করেছেন, সারাটা জীবন কারাগারে কাটিয়েছেন। কারণ তিনি দেখেছিলেন, এ দেশের মানুষ দুর্ভাগা। তাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন। সে লক্ষ্যে তিনি কাজ শুরু করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বিজয় অর্জন করলাম।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এইচএ

** বিদেশে দেশি-বিদেশি হত্যার চক্রান্তে তারেক
** স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন জাতির পিতা
** আসন কম পেলেও বগুড়ার উন্নয়নে অবহেলা করিনি
** জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী
** প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত
** বগুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা চলছে
** প্রধানমন্ত্রীর জনসভা এলাকা থেকে সন্দেহভাজন যুবক আটক
** পতাকার মর্যাদা যেনো ক্ষুণ্ণ না হয়
** প্রধানমন্ত্রীর জনসভায় নেতা-কর্মীদের ঢল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।