ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অপহৃত শিক্ষার্থী গাজীপুরে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আশুলিয়ায় অপহৃত শিক্ষার্থী গাজীপুরে উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়া শ্রীপুর এলাকা থেকে অপহরণের ১৪ ঘণ্টা পর জাহাঙ্গীর নামে এক কলেজ শিক্ষর্থীকে গাজীপুরে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজীপুরের মৌচাক এলাকার একটি জঙ্গল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।



আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে বিষয়টি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর থেকে জাহাঙ্গীরকে অস্ত্রের মুখে অপহরণ করে গাজীপুরের মৌচাক এলাকার এক জঙ্গলে আটক করে রাখে অপহরণকারী চক্র।

এ সময় অপহরণকারীরা জাহাঙ্গীরের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে বিকাশের মাধ্যমে চার হাজার টাকা অপহরণকারী চক্রের মোবাইলে পাঠিয়ে দেয় জাহাঙ্গীরের পরিবার।

পরে জাহাঙ্গীরের পরিবারের সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের ধরতে অভিযান চালায় পুলিশ। অপহরণকারী চক্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আহত অবস্থায় জাহাঙ্গীরকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। এ সময় পুলিশ জাহাঙ্গীরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জাহাঙ্গীর গাইবান্ধা সরকারি কলেজের অনার্স‍ তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি চাকরির সন্ধানে কয়েকদিন আগে আশুলিয়ার বুড়িবাজারে বোনের বাসায় আসেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ওএইচ/টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।