ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টেলিটকে লোকসান ৪০ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
টেলিটকে লোকসান ৪০ কোটি টাকা

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটকের লোকসানের পরিমাণ বাড়তে বাড়তে ৪০ কোটিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, সব মোবাইল কোম্পানি যেখানে লাভ করছে, সেখানে টেলিটক কেন নিজের পায়ে দাঁড়াতে পারছে না তা আমার বোধগম্য নয়।



বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উল্লেখ্য, জাতীয় সংসদে প্রথমে প্রতিমন্ত্রী টেলিটকের লোকসানের পরিমাণ বাড়তে বাড়তে ৩৯৯ কোটি ৮৪ লাখে দাঁড়িয়েছে বলে জানালেও রাতে তার জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন বাংলানিউজের সঙ্গে যোগাযোগ করে জানান, একটু ভুল হয়ে গেছে, লোকসানের পরিমাণ ৩৯৯ কোটি ৮৪ লাখ নয় ৪০ কোটিতে দাঁড়িয়েছে। এসময় অনিচ্ছাকৃত এই ভুল শুধরে নেওয়ার অনুরোধ জানান তিনি।    

সংসদে প্রতিমন্ত্রী আরো জানান, আমি তখন ৩০ দিন হলো দায়িত্ব নিয়েছি- এসে দেখি টেলিটক গত ১০ বছরে শুধু লোকসানই দিয়েছে। আশার বাণী শুনিয়ে তারানা হালিম বলেন, টেলিটককে লোকসানের হাত থেকে লাভজনক প্রতিষ্ঠানে দাঁড় করাতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এটিকে নতুনভাবে বাজারজাত করা হবে। এছাড়া দক্ষিণ কোরিয়াকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য অনুরোধ করেছি। একই সঙ্গে দেশের প্রতিটি ডাকঘরে টেলিটকের একটি করে সার্ভিস সেন্টার খোলার সুপারিশ করা হয়েছে।

এসময় তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে টেলিটক শুধু ব্যবসা করার জন্য আসেনি। এটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তারপরও আমাদের চেষ্টা আছে টেলিটককে নিজের পায়ে দাঁড় করানো। আশা করি আমরা সেটি পারবো।

সরকারি এই মোবাইল কোম্পানির যাত্রা শুরু হয় ২০০৫ সালে। পথচলার শুরু থেকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখেনি।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা,নভেম্বর ১২, ২০১৫/আপডেট: ২২৫৭
এসএম/আইএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।