ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আগামী সপ্তাহে পৌর নির্বাচনের তফসিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আগামী সপ্তাহে পৌর নির্বাচনের তফসিল নির্বাচন কমিশনার শাহনেওয়াজ

চাঁদপুর: আগামী সপ্তাহে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চাঁদপুর পৌরসভা কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই পৌরসভা নির্বাচন সম্পন্ন করতে হবে। কারণ ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হবে জানুয়ারি মাসে।

তিনি আরও বলেন, নির্বাচন সংশোধনী বিধি আজ পাশ হয়ে আসবে। তারপর কমিশন বসে তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করবে। তবে আগামী ১৫ বা ১৬ই নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলনসহ অন্যান্য সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।