ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
যশোরে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

যশোর: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব আলী (৬০) নামে এক হাজতির ম‍ারা গেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



আইয়ুব শার্শা উপজেলার যাদবপুর গ্রামের মৃত শরাফত আলীর ছেলে।

এ প্রসঙ্গে যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার শাহজাহান আলী বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুরে আইয়ুব আলী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে যশোর কেন্দ্রীয় কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইয়ুব।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা থেকে মাদকসহ আইয়ুব আলীকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।