ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে কারবালার খাদেমকে গলাকেটে হত্যার চেষ্টা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
সৈয়দপুরে কারবালার খাদেমকে গলাকেটে হত্যার চেষ্টা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে হাসনাইন (৬০) নামে এক খাদেমকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় উপজেলার হাতিখানা স্বরণীয় কারবালা এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই খাদেমের বাড়ি শহরের গোলাহাট রেলওয়ে কলোনী এলাকায়।

এলাকাবাসী জানায়, খাদেম হাসনাইন প্রতিদিনের মতো স্থানীয় হাতিখানা স্বরণীয় কারবালায় মাগরিবের নামাজ আদায় করছিল। এসময় পেছন থেকে দুর্বৃত্তরা তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে তিনি চিৎকার মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রমেক হাসপাতালে পাঠানো হয়।

তার অবস্থা আশঙ্কাজনক বলে রমেক জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, কে বা কারা এ হামলা চালিয়েছে তা বলা যাচ্ছে না। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।