ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এসইউসিসি’র অমিত সভাপতি, দোলন সম্পাদক নির্বাচিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসইউসিসি’র অমিত সভাপতি, দোলন সম্পাদক নির্বাচিত আশিকুর রহমান অমিত ও শাহাবুদ্দিন আহমেদ দোলন

ঢাকা: প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সোসাইটি ফর ইউনিক ক্যাপাবল সিটিজেন্স (এসইউসিসি) এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা এবং নির্বাহী কমিটির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।  

নির্বাচনে এসইউসিসি’র সাধারণ সদস্যদের সরাসরি ভোটে আশিকুর রহমান অমিত সভাপতি ও শাহাবুদ্দিন আহমেদ দোলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



আগামী দুই বছরের মেয়াদে সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য সাত সদস্যের কমিটিতে ইফতেখার মাহমুদ সহ সভাপতি, রোকসানা কবির লরেন যুগ্ম সাধারণ সম্পাদক, কানিজ ফাতেমা কোষাধ্যক্ষ, সৈয়দ এজাজ হোসেন এবং সুমনা খান নির্বাহী সদস্য নির্বাচিত হন।

নবনির্বাচিত সদস্যরা প্রতিবন্ধী মানুষের স্বার্থরক্ষা, মর্যাদা সমুন্নত রাখা এবং সমাজ-রাষ্ট্রের সকল স্তরে অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন।

সোসাইটি ফর ইউনিক ক্যাপাবল সিটিজেনস (এসইউসিসি) একটি জাতীয় পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ভিত্তিক সংগঠন। কিছু তরুণ প্রতিবন্ধী ব্যক্তি যারা তাদের অধিকার ও চাহিদা জাতীয় পর্যায়ে তুলে ধরতে একত্রিত হন, তাদের উদ্যোগে ২০০৯ সালে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

সংগঠনটি ‘ইতিবাচক পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ’। এ দৃষ্টিভঙ্গি নিয়ে এসইউসিসি প্রতিবন্ধীদের অধিকার উন্নয়ন ও তাদের ক্ষমতায়নে এবং সমাজে সমান অংশগ্রহণের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে নিরলস কাজ করে যাচ্ছে। এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মস’র নিবন্ধনভুক্ত।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।