ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় ২৯ হাজার টাকার জাল নোটসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
শৈলকুপায় ২৯ হাজার টাকার জাল নোটসহ আটক ১ ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার শৈলকুপায় ২৯ হাজার টাকার জাল নোটসহ আলতাফ হোসেন (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে শৈলকুপার পশু হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।



আলতাফ উপজেলার মনোহরপুর গ্রামের আকবর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আলতাফ পশু হাসপাতালের সামনে একটি ওষুধের দোকানে ৫৮টি পাঁচশ’ টাকার জাল নোট নিয়ে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৯ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

এ প্রসঙ্গে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. হাসেম খান বাংলানিউজকে জানান, আলতাফ হোসেনের নামে একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।