ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মিনি স্কাই ম্যারাথন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
বরিশালে মিনি স্কাই ম্যারাথন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনি স্কাই ম্যারাথন।
 
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টা ১৪ মিনিটে নগর ভবনের সামনে থেকে শুরু হওয়া ৮ কিলোমিটার এ ম্যারাথন প্রতিযোগীতায় ৫ জন তরুণীসহ বিভিন্ন বয়সের শতাধিক প্রতিযোগী অংশ নেন।



নির্ধারিত ৪০ মিনিটে ৮ কিলোমিটার পথ অতিক্রম করে ৫৬ প্রতিযোগী। এর মধ্যে মাত্র ৩০ মিনিটে নির্ধারিত স্থান পার হয়ে চ্যাম্পিয়ন হয় বরিশাল নগরীর একে ইনস্টিটিউশনের এসএসসির পরীক্ষার্থী আবু বক্কর সিদ্দিক। এছাড়া ৩৪ মিনিটে বাকী ৯ জন প্রতিযোগী নির্ধারিত স্থান পার হন।
 
এভারেস্ট একাডেমি, এ ফর অ্যাডভেঞ্চার ও যুগান্তর স্বজন সমাবেশ’র সম্মিলিত আয়োজনে এ মিনি ম্যারাথনের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান।

প্রতিযোগীরা নগর ভবনের সামনে থেকে নগরীর অশ্বিনী কুমার হল, জেলখানার মোড়, নতুন বাজার, চৈতন্য স্কুল মোড়, বাংলাবাজার মসজিদ মোড়, চাঁদমারী, বরিশাল ক্লাব রোড, জেলা স্কুল মোড়, কাকলীর মোড় হয়ে পুনরায় নগর ভবনের সামনে এসে তাদের ম্যারাথন দৌড় শেষ করেন। এসময় প্রতিটি সড়কের দুই পাশে দর্শকদের উপচে পড়া ভীড় দেখা গেছে।
 
নির্দিষ্ট এ রুটের বিভিন্ন পয়েন্টে প্রতিযোগীদের জন্য পানির ব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল সার্ভিস, ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

পাশাপাশি সার্বিক নিরাপত্তায় নিজস্ব ভলান্টিয়ার বাহিনীর উপস্থিত ছিলেন।
 
প্রতিযোগীতা শেষে সকাল সাড়ে ৮টায় নগর ভবনের সামনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিযোগীতায় বিজয়ী ১০জনকে পুরস্কার দেওয়া হয়।
 
জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার গাউস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, মেট্রো পালিটন পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক, বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, জেলা ক্রিয়া সংস্থার আমিনুল ইসলাম সুরুজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এভারেস্ট একাডেমির সিইও রাফা উদ্দিন সিরাজি, এ ফর অ্যাডভেঞ্চারের সিইও সৈয়দ নাজমুস শাকিব, যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আখতার ফারুক শাহীন।
 
এভারেস্ট একাডেমি চেয়ারম্যান ও বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের পরিচালনায় ম্যারাথন প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে আবু বক্কর সিদ্দিক। এছাড়া ২য় স্থানে আবদুল্লাহ আল মামুন, ৩য় স্থান মুক্তাদির মঈন, ৪র্থ নাসির, ৫ম সাকিব, ৬ষ্ঠ কপিল, ৭ম মন্টু, ৮ম বাপ্পি, ৯ম আরিফুল ও অনুপ ১০ম স্থান অর্জন করে।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছানো বাকী ৪৬ জনকে সনদপত্র দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
 
বরিশালে মিনি ম্যারাথনে অংশ নিতে নারী-পুরুষসহ সাত শতাধিক ব্যক্তি নিবন্ধন করেছিলেন। আজকে প্রতিযোগীতায় যারা ১ম থেকে ১০স্থান অর্জন করেছেন তারা ১৯ ডিসেম্বর বান্দারবানে অনুষ্ঠেয় স্কাই ম্যারাথনে অংশ নিবেন।

ওই দিন এমনিভাবে ৮ বিভাগ থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে ২১ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।