ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন

শনিবার সকালে ভুবনেশ্বর থেকে শুরু হচ্ছে র‌্যালি। নাম বাংলাদেশে-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালি।

ভারতের উড়িশ্যা প্রদেশে এরই মধ্যে জড়ো হয়ে গেছেন চার দেশের সরকারি-বেসরকারি প্রতিনিধিরা। রয়েছে একটি বড় সাংবাদিক দলও। বাংলাদেশ থেকে এই দলে স্থান পেয়েছেন যে ক’জন সাংবাদিক তাদের মধ্যে রয়েছেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল নয়ন

সম্প্রতি প্রতিবেশি চার দেশের মধ্যে সড়কপথে সংযোগ স্থাপনের চুক্তি সম্পন্ন হয়। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে এই মৈত্রী র‌্যালি।

ভারত সরকারের সহযোগিতায় মূল আয়োজক ভারতের কলিঙ্গ মোটরস। চলবে টানা ১৭ দিন।

এই সময়ে মোটর যাত্রা যাবে ভুবনেশ্বর থেকে রাঁচি হয়ে পাটনা। সেখান থেকে শিলিগুঁড়ি হয়ে সিকিমের গ্যাংটক। সেখান থেকে ভুটানের ফুয়েনশোলিং হয়ে রাজধানী থিম্পু। পরে বামথাং হয়ে দেশটির মংগার এবং সেখান থেকে ফের ভারতের গৌহাটি হয়ে শিলচর হয়ে আগরতলা। সেখান থেকে বাংলাদেশের ফেনী হয়ে চট্টগ্রাম। সেখান থেকে রাজধানী ঢাকা। এরপর বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতা। আর সেখানেই শেষ হবে এই মৈত্রীর মোটর শোভাযাত্রা। মাঝে গুরুত্বপূর্ণ শহরগুলোতে অনুষ্ঠিত হবে সেমিনার। এসব কিছুর খবর আর সড়ক পথের সকল অভিজ্ঞতা তুলে ধরে মৈত্রী র‌্যালির তথ্য জানাবেন মাজেদুল নয়ন। পাঠককে ওইসব সড়কে ভ্রমণের অনুভূতি দেওয়ার চেষ্টা থাকবে মাজেদুল নয়নের লেখনি ও প্রতিবেদনগুলোতে। অপেক্ষায় থাকুন...

** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
*** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
**নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
**ভাত-ইলিশের প্যাকেজ ১২০ টাকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।