ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে টমটমের ধাক্কায় প্রধান শিক্ষিকা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
মৌলভীবাজারে টমটমের ধাক্কায় প্রধান শিক্ষিকা নিহত ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারে টমটমের ধাক্কায় সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের বাহারমদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া খাতুন (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সহকারী শিক্ষিকা জুবেদা খাতুন (৫০)।


 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাহারমদন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত জুবেদা খাতুনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য রাস্তার পাশে টমটমের অপেক্ষা করছিলেন শিক্ষিকা রাজিয়া খাতুন ও জুবেদা খাতুন। হঠাৎ একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রাজিয়া খাতুনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন অপর শিক্ষিকা জুবেয়া খাতুন।

মৌলভীবাজার পৌরসভা মেয়র ফয়জুল করিম ময়ূন বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।