ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিখিল ভারত নৌ-প্রতিযোগিতা

ভারত সফরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর প্রতিনিধি দল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ভারত সফরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর প্রতিনিধি দল

ঢাকা: উড়িষ্যা রাজ্যের চিলকায় অনুষ্ঠেয় নিখিল ভারত নৌ-প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে গেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’র (বিএনসিসি) প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারত সরকারের আমন্ত্রণে বিএনসিসির একজন কর্মকর্তা এবং ছয়জন ক্যাডেট আকাশ পথে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।



সফরকালে প্রতিনিধি দল ভারত সরকারের ব্যবস্থাপনায় বিভিন্ন ঐতিহ্যবাহী সামরিক ও বেসামরিক স্থাপনাসমূহ পরিদর্শন কর‍ার পাশাপাশি সার্কভ‍ুক্ত দেশগুলোর ক্যাডেটদের সঙ্গে মত বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেবেন।

আগামী ২০ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী নিখিল ভারত নৌ-প্রতিযোগিতা শেষে আগামী ২৮ নভেম্বর প্রতিনিধি দল ঢাকায় ফিরে আসবে।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।