ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে কবিকুঞ্জ পদক পাচ্ছেন আতাউল ও অনীক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
রাজশাহীতে কবিকুঞ্জ পদক পাচ্ছেন আতাউল ও অনীক কবি আতাউল হক সিদ্দিকী ও ড. অনীক মাহমুদ

রাজশাহী: প্রতি বছরের মতো এবারও ‘কবিকুঞ্জ পদক ২০১৫’ ঘোষণা করেছে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পদকপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।



পদকপ্রাপ্ত দুইজনের নাম ঘোষণা করেন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।

আগামী ২৭ ও ২৮ নভেম্বর রাজশাহীতে দুই দিনব্যাপী কবিকুঞ্জ আয়োজিত জীবনানন্দ কবিতা মেলায় আনুষ্ঠানিকভাবে কবি আতাউল হক সিদ্দিকী ও ড. অনীক মাহমুদের হাতে এই পদক তোলে দেওয়া হবে।

কবিকুঞ্জ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন দুপুরে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এবার বাংলা কবিতায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ কবি আতাউল হক সিদ্দিকী ও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ড. অনীক মাহমুদকে কবিকুঞ্জ পদক প্রদান করা হবে। ২৮ নভেম্বর কবিতা মেলার সমাপন অনুষ্ঠানে পদকপ্রাপ্ত দুই গুণীজনকে পদক, সম্মাননাপত্র ও অর্থমূল্য ২৫ হাজার টাকা দেওয়া হবে।

কবি আতাউল হক সিদ্দিকী নওগাঁ জেলায় পত্নীতলা থানার আমাইড় গ্রামে ১ জানুয়ারি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ৬টি ও  সম্পাদনা গ্রন্থ ১টি।

ড. অনীক মাহমুদ ১৯৫৮ সালের ২১ নভেম্বর রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল গ্রামে জন্মগ্রহণ করেন। ইতোমধ্যে তার অসংখ্য গবেষণা-প্রবন্ধগ্রন্থ, কাব্যগ্রন্থ ও নাট্যকাব্য প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।