ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সান্ত্বনা দিতে সাজেদার বাসায় প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সান্ত্বনা দিতে সাজেদার বাসায় প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরীর মৃত্যুর খবর শুনে তার বাসায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে সৈয়দা সাজেদা চৌধুরীর বাসায় যান তিনি।



এ সময় প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় থাকেন এবং সাজেদা চৌধুরী ও তার পবিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জান‍ানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ও মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মরহুম গোলাম আকবর চৌধুরী ছিলেন জাতির পিতার অত্যন্ত ঘনিষ্ট। বায়ান্নের ভাষা আন্দোলনে তার সভাপতিত্বে চট্টগ্রামে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের অবৈতনিক সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

তিনি বলেন, ‘সপরিবারে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হওয়ার পর আমার স্বদেশ প্রত্যাবর্তনকালীন সময়েও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ’

‘তার (গোলাম আকবর চৌধুরী) মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক নাগরিককে হারাল। আর ব্যক্তিগতভাবে আমি একজন সুহৃদকে হারিয়েছি,’ বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুম গোলাম আকবর চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন গোলাম আকবর চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমএ

** গোলাম আকবরের দাফন সম্পন্ন
** গোলাম আকবরের জানাজা সম্পন্ন
** গোলাম আকবরের মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকারের শোক
** গোলাম আকবর চৌধুরীর ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক
** গোলাম আকবর চৌধুরীর জানাজা বাদ আছর, দাফন বনানীতে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।