ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন।

আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ০৩ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, ফেনী ও চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

সম্মেলনে অংশ নেবে কলকাতা পশ্চিমবঙ্গের অগ্নিবীণা নজরুল সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান বিষয়টি জানান।

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রথম দু’দিন ২৫ ও ২৬ নভেম্বর, শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা ভবনে প্রতিদিন সাড়ে ৫টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

২৫ নভেম্বর প্রথম পর্বে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও ২৬ নভেম্বর প্রধান অতিথি থাকবেন শিল্পী, লেখক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী।

২৭ নভেম্বর ফেনীর শিল্পকলা একাডেমিতে ৪টায় ও ২৮ নভেম্বর চট্টগ্রামের ডিসি হিলের নজরুল স্কয়ারে বিকেল ৩টায় সম্মেলন শুরু হবে।

চট্টগ্রামে সম্মেলন উদ্ধোধন করবেন নজরুলের নাতনি খিলখিল কাজী, সুবর্ণ কাজী ও জেলা প্রশাসক। এছাড়া সিটি মেয়র আ জ ম নাছিরও উপস্থিত থাকবেন।

অন্যদিকে, ২৯ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের উদ্ধোধন করবেন চট্টগ্রামের খ্যাতিমান সঙ্গীত ব্যক্তিত্ব ওস্তাদ মিহির লাল।

সর্বশেষ ০১ ডিসেম্বর ঢাকার নজরুল একাডেমির প্রধান কার্যালয়ে বিকেল ৫টায় ও ০৩ ডিসেম্বর এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আকতার ইউসুফ, যুগ্ম সম্পাদক ও প্রকৌশলী এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক রেজা মতিন, সহ-প্রচার সম্পাদক ইমাম হোসেন চঞ্চল, নির্বাহী সদস্য মুকিত চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমআইকে/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।