ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে নারী উন্নয়ন ফোরামের প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
কমলনগরে নারী উন্নয়ন ফোরামের প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে নারী উন্নয়ন ফোরামের সক্ষমতা বৃদ্ধিমূলক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।



কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামসুন নাহার সুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মো.ইউছুফ আলী, কমলনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বাশার।

এসময় উপস্থিত ছিলেন- কমলনগর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ২৭ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ নারী উন্নয়ন ফোরামের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।