ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোলাম আকবরের জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
গোলাম আকবরের জানাজা সম্পন্ন গোলাম আকবর চৌধুরী

ঢাকা: জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।



এ সময় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম,  প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামসহ অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ নেতারা।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম আকবর মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫ 
এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।