ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শুধু আইন করে বাল্যবিবাহ রোধ সম্ভব না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
শুধু আইন করে বাল্যবিবাহ রোধ সম্ভব না ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া

ঢাকা: শুধু আইন করে সরকারের পক্ষে দেশের বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

তিনি বলেন, বাল্যবিবাহ রোধে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের জনগণের মধ্যে সচেতনতার আলো ছড়িয়ে দিতে হবে।

তাহলে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি সমাজ থেকে নির্মূল করা সম্ভব হবে।  
 
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের শপথ কক্ষে জাতীয় সংসদ সচিবালয় ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) যৌথ উদ্যোগে ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর এড্রেসিং চাইল্ড ম্যারেজ অ্যান্ড বার্থ অ্যান্ড ম্যারেজ রেজিস্ট্রেশন’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
 
বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পাশাপাশি এনজিওসহ সুশীল সমাজের নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, এমডিজি অর্জনে বাংলাদেশ অভাবনীয় সাফল্য দেখিয়েছে এবং এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এসডিজি অর্জনের জন্য বাংলাদেশ প্রস্তুত। এসডিজি অর্জনের ক্ষেত্রে বাল্যবিবাহসহ অন্যান্য যেসব সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো চিহ্নিত করে নির্মূল করতে হবে।
 
তিনি বলেন, প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন সনদ থাকা প্রয়োজন। বিবাহের সময় জন্ম নিবন্ধন সনদ দেখে বর-কনের সঠিক বয়স নিরূপন করে বিবাহ রেজিস্ট্রেশন করলে বাল্য বিবাহের হার অনেকাংশে কমে যাবে।
 
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মো. হাবিবে মিল্লাত এমপি এবং আইপিইউ’র কনসালট্যান্ট ব্র্রিজিত ফিলিয়ন।

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, এমপিদের মধ্যে পীর ফজলুর রহমান, নুরজাহান বেগম, ফজিলাতুন নেসা বাপ্পী, ওয়াসেকা আয়েশা খান, ফরহাদ হোসেন, ফজিলাতুন্নেসা ইন্দিরা, সফুরা বেগম, উম্মে কুলসুম স্মৃতিসহ সংসদ সচিবালয় এবং আইপিইউর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।