ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘২৫ নভেম্বর থেকে কুষ্টিয়া জেলায় পরিবহন ধর্মঘট’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
‘২৫ নভেম্বর থেকে কুষ্টিয়া জেলায় পরিবহন ধর্মঘট’

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে রুট পারমিট বহির্ভূত যান চলাচল বন্ধ না হলে ২৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলার তিনটি সংগঠন।
 
সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে শহরে মাইকিং করা হয়।


 
বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাভলু বাংলানিউজকে বলেন, বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস মালিক গ্রুপ ও শ্রমিক সমিতি সম্মিলিতভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা বার বার এ বিষয়ে প্রশাসনের কাছে বলেও কোনো লাভ হয়নি।

এ কারণে মঙ্গলবারের (২৪ নভেম্বর) মধ্যে অবৈধ যান চলাচল বন্ধ না হলে ২৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।