ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পৌর কাউন্সিলর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
লক্ষ্মীপুরে পৌর কাউন্সিলর গ্রেফতার ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শিপনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মচারীকে মারধরের অভিযোগে দায়ের করার মামলার প্রধান আসামি।



সোমবার (২৩ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের বাঞ্চানগরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

১৮ নভেম্বর (বুধবার) বিকেলে বাঞ্চানগর এলাকার করালিয়া সড়কের পাশে বিদ্যুৎ লাইনের ওপর থাকা গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পিডিবির লাইনম্যান শামছুল হুদাকে পিটিয়ে আহত করেন তিনি।

এ ঘটনায় পিডিবি নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বাদী হয়ে তাকে প্রধান আসামি করে ওই দিনগত রাতে সদর থানায় মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি, সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পৌর কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।