ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ের প্রস্তুতি নেওয়ায় বরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বাল্যবিয়ের প্রস্তুতি নেওয়ায় বরের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা সদর উপজেলার নড়িহাটিতে বাল্যবিয়ে করার প্রস্তুতি নেওয়ার দায়ে মনিরুজ্জামান(২৩) নামে এক বরকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া বরের নানা ও কনের বাবাকে জারিমানা করা হয়।



সোমবার(২৩ নভেম্বর) বিকেলে মাগুরার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) ইয়ারুল ইসলাম এ কারাদণ্ডাদেশ দেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান- দুপুরে মাগুরা সদরের হাজরাপুর গ্রামের মনিরুজ্জামান পার্শ্ববর্তী নড়িহাটি গ্রামে ৭ম শ্রেণিতে পড়ুয়া রোজিনাকে (১৩) বাল্যবিয়ে করতে যান।

গোপন সূত্রে এ খবর পেয়ে তিনি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার সালমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী এএসএম আক্তারুজ্জামান ও হাজিপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা বিয়ে বাড়িতে হাজির হন।

এ সময় তাদের আটক করে বর মনিরুজ্জামানকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড, তার নানা সলেমান ঢালী ও কনের বাবা আকিদুল শেখকে ১ হাজার টাকা করে জারিমানা করা হয়। বিকেলে মনিরুজ্জামানকে মাগুরা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।