ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভাড়াটিয়ার লাঠির আঘাতে বাড়ির মালিকের স্ত্রী’র মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ভাড়াটিয়ার লাঠির আঘাতে বাড়ির মালিকের স্ত্রী’র মৃত্যু

গাজীপুর: জেলার কালিয়াকৈরে ভাড়াটিয়া আল আমিনের লাঠির আঘাতে বাড়ির মালিকের স্ত্রী হালিমা বেগম (৩৮) মারা গেছেন। এ ঘটনায় আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।



রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়িতে মারা যান তিনি।
 
নিহতের পরিবার ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার ভান্নারা দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের বাড়িতে ভাড়া থাকেন আল আমিন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ভাড়া চাইতে গেলে হালিমা বেগমের সঙ্গে তার বাক-বিতন্ডা হয়।

এক পর্যায়ে আল-আমিন লাঠি দিয়ে হালিমার মাথায় আঘাত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় অন্য ভাড়াটিয়ারা আহত হালিমাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
 
একদিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবণতি হলে এক পর্যায়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার দিবাগত রাতে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে জানান, কালিয়াকৈর উপজেলার ভান্নারা দক্ষিণপাড়া এলাকার ভাড়াটিয়ার লাঠির আঘাতে হালিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে।

আল-আমিন গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া এলাকার নওশের মোল্লার ছেলে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।