ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এমপি স্টিকার ব্যবহার করে সাড়ে ৫ হাজার গাড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমপি স্টিকার ব্যবহার করে সাড়ে ৫ হাজার গাড়ি

জাতীয় সংসদ ভবন থেকে: সংসদ সদস্যদের স্টিকার ব্যবহার করে  সাড়ে ৫ হাজার গাড়ি চলাচল করছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

তিনি বলেন, এই স্টিকার বহনকারীরা কারা? সন্ত্রাসীরাও তো ব্যবহার করতে পারে, এর প্রতিকার করতে হবে।


 
সোমবার (২৩ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
রওশন এরশাদ বলেন, এমপিদের স্টিকার লাগানো গাড়ি সাড়ে ৫ হাজার। কারা এই স্টিকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সন্ত্রাসীরাও তো ঘুরে বেড়াতে পারে। দূতাবাসের  গাড়ির মতো স্টিকার ব্যবহার করা যায় কি না ভেবে দেখবেন।
 
বিরোধী দলীয় নেতা যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদে। তিনি বলেন, যানজটে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

থ্রি হুইলার যানবাহন বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ গাড়ি বন্ধ করতে হবে।
 
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএম

** সংসদে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা বিল পাস
** সাকা-মুজাহিদ বিরোধী দলের নন, মানবতাবিরোধী অপরাধী
** পাকিস্তানকে আর আশকারা দেওয়া যায় না
** হজ ভিসায় বিদেশে থেকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে
** সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার দাবি
**মানুষ পাপ করলে পাসপোর্ট অফিসে যায়!’
** শিশু ম‍ৃত্যুর হার হাজারে ২০-এ নামানোর অঙ্গীকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।