ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশিদের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বিদেশিদের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ বাংলাদেশ


জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশ বিদেশিদের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার (২৩ নভেম্বর) রাতে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ বিদেশিদের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ। আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি। কিন্তু আমরা যেভাবে বিদেশিদের নিরাপত্তা দেই পৃথিবীর কোথাও কোনো দেশে এভাবে এতো নিরাপত্তা দেয় না।

তবে দূষণের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর অন্যতম নোংরা দেশ বলেও আখ্যায়িত করেন বিরোধীদলীয় নেতা। এখানকার বাতাসে বিষ, খাদ্যে ভেজাল, সব কিছুতেই ভেজাল।

তিনি মন্ত্রীদের ঢাকার বাইরে গিয়ে জেলায় জেলায় ঘুরে বাস্তব অবস্থার চিত্র তুলে ধরার কথা বলেন। মন্ত্রীরা তো সারা দেশের মন্ত্রী, ওনারা যাবেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী একটু ঘুরে দেখলেই দেখতে পাবেন মাদকের কি ভয়াল অবস্থা।

তাজিয়া মিছিলে হামলাকে বাংলাদেশের অসাম্প্রদায়িক সম্প্রীতির উপর হামলা উল্লেখ করে নিন্দা জানান বিরোধীদলীয় নেতা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএম/এএ

** বছরের শেষ অধিবেশনের সমাপ্তি
** এমপি স্টিকার ব্যবহার করে সাড়ে ৫ হাজার গাড়ি
** সংসদে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা বিল পাস
** সাকা-মুজাহিদ বিরোধী দলের নন, মানবতাবিরোধী অপরাধী
** পাকিস্তানকে আর আশকারা দেওয়া যায় না
** হজ ভিসায় বিদেশে থেকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে
** সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার দাবি
**মানুষ পাপ করলে পাসপোর্ট অফিসে যায়!’
** শিশু ম‍ৃত্যুর হার হাজারে ২০-এ নামানোর অঙ্গীকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।