ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পবা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পবা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  

একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দের তালিকায় থাকায় লটারির মাধ্যমে তা বরাদ্দ দিয়েছে স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়।



সোমবার (২৩ নভেম্বর) জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

বাংলানিউজকে তিনি জানান, পবা কৃষকলীগ সভাপতি মনসুর রহমানকে ঘোড়া, জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদকে কাপ-পিরিচ, উপজেলা যুবলীগ নেতা ফারুক হোসেন ডাবলুকে আনারস, উপজেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ জহুরুল আলম রিপনকে মোটরসাইকেল, বিএনপি নেতা বকুল শেখকে হেলিকপ্টার এবং গাজী মোহাম্মদ সালাউদ্দিন রয়েলকে দোয়াত-কলম প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আগামী ৮ ডিসেম্বর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ওইদিন উপজেলার ৭৬টি কেন্দ্রে ২ লাখ ১০ হাজার ৩৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।