ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হেরোইন-প্যাথেড্রিনসহ ৩ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ময়মনসিংহে হেরোইন-প্যাথেড্রিনসহ ৩ মাদকবিক্রেতা আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে ৬ লাখ টাকা মূল্যের ৬০ গ্রাম হেরোইন ও ১ লাখ টাকা মূল্যের ৮৬৯ পিস প্যাথেড্রিন ইনজেকশনসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে আর্মড পুলিশ।

মাদকবিরোধী বিশেষ টিম মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জেল গেটসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।



আটককৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার মির্জাপুর গ্রামের আবুল হোসেন (৫৮), তার স্ত্রী মমতাজ বেগম ওরফে হোসনে আরা (৫৬) এবং সানকিপাড়া এলাকার শামছুল হক ছুতুর ছেলে মো. মতিন (৫৮)।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-২ এর ইন্সপেক্টর কাইয়ুম ও সাব-ইন্সপেক্টর মাসুদ আহমেদ দুপুরে সাংবাদিকদের বিষয়টি জানান।

তারা বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময় ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।