ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় মাইক্রোবাস চাপায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ছাগলনাইয়ায় মাইক্রোবাস চাপায় অটোরিকশা চালক নিহত

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মাইক্রোবাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক নুরুল ইসলাম দুলাল ( ৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিশার ৫ যাত্রী।



মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ছাগলনাইয়ার পাঠাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম দুলাল ছাগলনাইয়ার পূর্ব পাঠানগড় এলাকার তাজুল ইসলামের ছেলে।
 
পুলিশ জানায়, ফেনী থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ছাগলনাইয়া যাচ্ছিল। পথে অটোরিকশাটি পাঠাননগর ব্রাদার্স ব্রিক ফিল্ডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু এবং ৫ যাত্রী আহত হয়।  

আহতদের মধ্যে জয়নাল আবেদীন ও জোহরা বেগমকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে মাইক্রোবাসটি আটক করা যায়নি।
 
ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন৷

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।