ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অাগা খানের ব্যক্তিগত দূতের পরিচয়পত্র পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
অাগা খানের ব্যক্তিগত দূতের পরিচয়পত্র পেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে করিম আগা খানের ব্যক্তিগত দূত প্রিন্স আমিন আগা খান বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রিন্স আমিন আগা খান বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন ও সংশ্লিষ্ট সেবা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কৌশলগত বিনিয়োগ ও উদ্যোগ গ্রহণের বিষয়ে আগ্রহের কথা জানান।



পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স আমিনকে বাংলাদেশে স্বাগত জানান এবং একই সাথে আগা খান নেটওয়ার্ক বাংলাদেশে যেসব উদ্যোগ গ্রহণ করবে সেগুলোর ব্যাপারে বাংলাদেশের সকল প্রকার সাহায্যের আশ্বাস প্রদান করেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
জেপি/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।