ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সংস্কৃতির বিকাশ না ঘটলে নাশকতা বন্ধ হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
সংস্কৃতির বিকাশ না ঘটলে নাশকতা বন্ধ হবে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশে যদি সংস্কৃতির বিকাশ না ঘটে তাহলে নাশকতা বন্ধ হবে না। সংস্কৃতির বিকাশ ঘটাতে হলে এর শিকড় তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।



শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতায় প্রমীলার জন্মভিটায় আয়োজিত ‘জাতীয় নজরুল সম্মেলন’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূর বলেন, দেশে মৌলবাদ ও জঙ্গিবাদ বৃদ্ধি পাওয়ায়  ধর্মীয় স্থানসহ বিভিন্ন স্থানে হামলা হচ্ছে। ধর্মের নামে তারা মানুষ হত্যা করা করছে। সেই সাথে মুক্তচিন্তার মানুষদের হত্যা করা হচ্ছে।

নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এমেরিটাস রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহিত-উল-আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, কবির নাতনী খিলখিল কাজী, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

সম্মেলন শেষে নজরুল ইনস্টিটিউটের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।