ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের গোলাপগঞ্জে ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
সিলেটের গোলাপগঞ্জে ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে।

মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪২ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।


বাতিল হওয়া ৬ কাউন্সিলর প্রার্থী হলেন, পৌরসভার ৪নং ওয়ার্ডের ফজলুল আলম, ৫নং ওয়ার্ডের মাহতাব উদ্দিন, ৬নং ওয়ার্ডের আলা উদ্দিন ও হামিদুজ্জামান মাসুম এবং ৭নং ওয়ার্ডের খোন্দকার দেলোয়ার হোসেন ও হেলালুজ্জামান হেলাল।

নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সাইদুর রহমান বাংলানিউজকে জানান, রোববার (০৬ ডিসেম্বর) এ পৌরসভায় ৭ মেয়র প্রার্থী ও ১১ জন মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হবে।

এ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাতিল হওয়া প্রার্থীদের কারো শিক্ষাগত যো্গ্যতার সনদপত্র জমা না দেওয়া, কারো হলফনামায় স্বাক্ষর না করাসহ বিভিন্ন ত্রুটি ছিল।

আগামী ৩০ ডিসেম্বর গোলাপগঞ্জ ছাড়াও সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ পৌরসভারও নির্বাচন অনুষ্ঠিত হবে।

কানাইঘাট পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার কামাল আহমদ বাংলানিউজকে বলেন, রোববার মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবেন।
 
সীমান্তবর্তী জকিগঞ্জ পৌরসভায়ও রোববার মনোনয়নপত্র বাছাই করা হবে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার আল আমিন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।