ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আটক জঙ্গিদের কাজ ছিল কর্মী সংগ্রহ করা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
আটক জঙ্গিদের কাজ ছিল কর্মী সংগ্রহ করা মনিরুল ইসলাম / ফাইল ফটো

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে আটক তিন জঙ্গি সদস্যদের কাজ ছিল মূলত কর্মী সংগ্রহ করা, জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।



আটক নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা হলেন- এএইচএম খায়রুল আসাদ ওরফে সোহাগ (কারিগরি সহায়ক), মীর মোয়াজ্জেম হোসেন সাইকি ওরফে জার্মিন (সাবেক সূরা সদস্য), মোহাম্মদ কফিল উদ্দিন বিন আমীন।

মনিরুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক জেএমবি সদস্যদের মধ্যে জার্মিন ও কফিল উদ্দিনের কাজ ছিল ‘কাউন্সিলিং’ এর মাধ্যমে কর্মী সংগ্রহ করা। আর তাদের কারিগরি সহায়তা দিত সোহাগ।

** উত্তরায় জঙ্গি সন্দেহে আটক ৩

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
জেডএফ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।