ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার ৪ পৌরসভায় ৩ মেয়রসহ ১২ কাউন্সিলরের মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
মৌলভীবাজার ৪ পৌরসভায় ৩ মেয়রসহ ১২ কাউন্সিলরের মনোনয়ন বাতিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার চার পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে আটজন প্রাথীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) যাচাই বাছাই শেষে রিটানিং অফিসার মাসুকুর রহমান সিদ্দিকী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।



বাতিল মেয়র প্রার্থীরা হলেন, মৌলভীবাজার সদর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী অলিউর রহমান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সৈয়দ মুজাদ্দিদ আলী ও বড়লেখা পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাহেনা বেগম।  

বৈধ মেয়র প্রাথীরা হচ্ছেন, মৌলভীবাজার সদর পৌরসভায় মেয়র পদে মো. ফজলুর রহমান (আওয়ামী লীগ), সৌমিত্র দেব (ওয়ার্কার্স পাটি), মো. মোস্তফা কামাল (ইসলামী আন্দোলন),  সৈয়দ সুজাত আলী (এনপিপি)।

কুলাউড়া পৌরসভায় মেয়র পদে সফি আহমদ সলমান (আওয়ামী লীগ), কামাল উদ্দিন আহমদ জুনেল (বিএনপি), মুহিবুর রহমান লাল (জাতীয় পার্টি) ও সফি আলম ইউনুস (স্বতন্ত্র)।

বড়লেখা পৌরসভায় মেয়র পদে আবুল ইমাম কামরান চৌধুরী (আওয়ামী লীগ), আনোয়ারুল ইসলাম (বিএনপি), মীর মুজিব (জাতীয় পার্টি), খিজির আহমদ (স্বতন্ত্র), মতিউর রহমান ইরাজ (স্বতন্ত্র), আবদুন নূর (স্বতন্ত্র)।

কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে জুয়েল আহমদ (আওয়ামী লীগ), আবু ইব্রাহীম জমশেদ (বিএনপি)। রফিকুল ইসলাম (জাতীয় পার্টি), নজরুল ইসলাম (খেলাফত মজলিশ), জাকারিয়া হাবিব (স্বতন্ত্র), হাসিন আফরোজ (স্বতন্ত্র) ও মাসুক আহমদ (স্বতন্ত্র)।

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে মৌলভীবাজার সদর পৌরসভার দুইজন, কুলাউড়া পৌরসভায় তিনজন, কমলগঞ্জ পৌরসভার একজন ও বড়লেখায় দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মৌলভীবাজার সদর পৌরসভায় একজন, কুলাউড়ায় একজন ও বড়লেখায় দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।