ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
সরাইলে শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা।
 
সোমবার (৭ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, হামলার ঘটনার এক সপ্তাহ পরেও মামলার পাঁচ আসামির একজনকেও গ্রেফতার করেনি পুলিশ।

আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। তারা পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
 
সংবাদ সম্মেলনে নির্যাতিত শিক্ষকের স্ত্রী আয়েশা আক্তার বলেন, ১ ডিসেম্বর শিক্ষক নজরুলকে রড দিয়ে পিটিয়ে আহত করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল মিয়ার লোকজন। আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।  
 
এ ঘটনায় তার ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বিল্লাল মিয়াকে প্রধান আসামি করে সরাইল থানায় ওই দিনই দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামিদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বাংলানিউজকে বলেন, আসামিদের এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগ সঠিক নয়। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।