ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
আখাউড়ায় মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড ছবি: প্রতীকী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের অভিযোগে  মাদকাসক্ত ছেলে শাওনকে  (২০) দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব এ আদেশ দেন।



সাজাপ্রাপ্ত শাওন আখাউড়া পৌর শহরের বাগানবাড়ির গাবু উদ্দিনের ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, মাদকাসক্ত শাওনের যন্ত্রণায় তার পরিবার অতিষ্ট হয়ে উঠেছে। মাদকের টাকার জন্য প্রায় সময়ই সে ঘরের জিনিষপত্র ভাঙচুরসহ পরিবারের সদস্যদের মারধর করতো।

বাধ্য হয়ে সকালে তার মা জিয়াসমিন বেগম থানায় অভিযোগ দিলে পুলিশ শাওনকে আটক করে অভিযোগসহ ভ্রাম্যমাণ আদালতে সপোর্দ করে।

পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট শাওনকে দুই বছরের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।