ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর ৪৬ খাল উদ্ধার ও সংস্কারে কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
রাজধানীর ৪৬ খাল উদ্ধার ও সংস্কারে কমিটি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: রাজধানীর ৪৬টি খাল উদ্ধার ও সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থায়ীভাবে জলজট নিরসনে এই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত বাস্তবায়নে একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়।    
 
সোমবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, রাজউক এবং ঢাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠকের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য দেন।
 
বৈঠকের পর স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীতে যাতে জলজট সৃষ্টি না হয় সে লক্ষে একজন অতিরিক্ত সচিবকে (শৈলেন্দ্রনাথ) প্রধান করে এই কমিটি গঠন করা হয়। এই কমিটি দু’টি কাজ করবে। একটি স্বল্প মেয়াদী পরিকল্পনা। যাতে আগামী বর্ষায় রাজধানীর কোনো অংশে পানি না জমে। আর দ্বিতীয় কাজটি হলো, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, যাতে রাজধানীতে আর কোনো দিন পানি না জমে।
 
মন্ত্রী বলেন, গত বর্ষা মৌসুমে রাজধানীতে জলবদ্ধাতার কারণে যান ও মানুষ চলাচলে যে সমস্যা হয়েছিল তা যেন আমাগীতে না হয় সে জন্যই আজ আমরা ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা ওয়াসার এমডিসহ সংশ্লিষ্ট সব বিভাগের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছি।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দখল হওয়া খাল উদ্ধারেও পরিকল্পনা করবে কমিটি। খাল দখলমুক্ত রেখে সুরক্ষার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। কয়টি দখল হয়েছে আর কয়টি রয়েছে তা আগামীকাল থেকেই নির্ধারণ করতে শুরু করবে তারা। এই কমিটি আগামী সাত দিন পর কমিটি বৈঠক করবে। স্থানীয়দের নিয়ে প্রকল্প কমিটি গঠন করবে এই কমিটি। সমন্বিতভাবে এই কাজ করা হবে, যেনো কেউ কাউকে দোষারোপ করতে না পারে।
 
রাজধানীর খাল দখলমুক্ত করার পর আবার দখল হয়, রাজনৈতিক কারণে দখলমুক্ত করা যায় না- এ ক্ষেত্রে কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়েই কমিটি গঠন করা হবে। কেউ যদি খাল দখল করে থাকে সে খাল উদ্ধার করে দিলেই সমস্যার সমাধান হবে।

কাঁটা দিয়ে কাঁটা তোলা হবে- যোগ করেন মন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসএমএ/এমজেএফ

** ‘খাল আর যেনো দখল না হয়’
** রাজধানীর জলাবদ্ধতা নিরসনে উচ্চ পর্যায়ের কমিটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।