ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
ঈশ্বরদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

ঈশ্বরদী: ঈশ্বরদীতে শারমিন আক্তার (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী রুমন খান। এ ঘটনায় পুলিশ রুমন খানকে আটক করেছে।



সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদীর পিয়ারপুর খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শারমিন পিয়ারপুর মধ্যপাড়ার মঈনউদ্দিনের মেয়ে। আটক রুমন খান পিয়ারপুর খাঁ পাড়ার আমছের আলী খার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শারমিনকে পিটিয়ে ও গলা চেপে ধরে হত্যা করেন রুমন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রুমনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ময়নাতদন্ত ও ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।