ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
ফেনীতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত ফাঁড়ির বদরপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে কাঁচা রাস্তা পাকাকরণের কাজে বিএসএফের বাধা দেওয়া নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফেনী ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল  মো. শামিম ইফতেখার, ৪ বিজিবির পরিচালক জাহাঙ্গীর আলম,  ফেনীর গীতাবাড়িয়া বিজিবির কোম্পানি কমান্ডার মজিবুর রহমান, বিএসএফ ৮৬ এর কমান্ডেন্ট অফিসার মনোজ কুমার বর্ণয়াল, কোম্পানি কমান্ডার পিএস নেগিসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী বিজিবির অধিনায়ক অধিনায়ক  লে. কর্নেল মো. শামিম ইফতেখার বাংলানিউজকে জানান, ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত ফাঁড়ি এলাকার সীমান্ত পিলার ২১৩২/১-এস হতে ২১৩২/২-এস পর্যন্ত কামল্লা-বদরপুর সড়কের  আনুমানিক ৪৫০ মিটার রাস্তা পাকাকরণে গত ৮ সেপ্টেম্বর বাধা দেয় বিএসএফ।

এরপর কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা বৈঠক হলেও কোনো সুরাহা না হওয়ায় সোমবার দুপুরে অধিনায়ক পর্যায়ে এ পতাকা বৈঠক হয়।

বৈঠক শেষে বিএসএফের কমান্ডেন্ট অফিসার মনোজ কুমার রাস্তাটি নির্মাণের ব্যাপারে ইতিবাচক মত প্রকাশ করে বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে সাংবাদিকদের জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।