ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বরিশাল মুক্ত দিবসে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, ডিসেম্বর ৮, ২০১৫
বরিশাল মুক্ত দিবসে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল মুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(০৮ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর বগুরা রোডের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।

বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোকলেছুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে একজন রাজাকার থাকবে ততদিন মুক্তিযোদ্ধারা সংগ্রাম চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।