ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতিবিরোধী দিবসে টিআইবি’র নানা কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
দুর্নীতিবিরোধী দিবসে টিআইবি’র নানা কর্মসূচি

ঢাকা: ৯ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য- দুর্নীতি রুখবেই’ স্লোগান নিয়ে নানা কর্মসূচির আয়োজন করেছে টিআইবি।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, কর্মসূচির মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান ও আলোচনা অনুষ্ঠান, দুর্নীতিবিরোধী কার্টুন এবং আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানববন্ধন উল্লেখযোগ্য।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার, ৯ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ছাড়াও ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গঠিত ইয়েস গ্রুপের সদস্য এবং সমমনা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এদিকে টিআইবি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েঅজন করে।

এতে কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার, সায়ান ও রথীন্দ্র নাথ রায় সংগীত পরিবেশন করেন।

দিবসটি উদযাপনে ৭ ডিসেম্বর ধানমণ্ডির দৃক গ্যালারিতে দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন (বিকেল ৩টা থেকে রাত ৮টা) প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া ৫ ডিসেম্বর অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ঘোষণা এবং ‘গণমাধ্যম ও সুশাসন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে দেশের ৪৫টি এলাকায় টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়েস সদস্যদের সহযোগিতায় মানববন্ধন, র‌্যালি, কার্টুন ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান, তথ্য মেলা, তরুণ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং দুর্নীতিবিরোধী শপথ গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।