ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
সাটুরিয়ায় ফেনসিডিলসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১ হাজার ৬৩০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার গভীর রাতে মহাসড়কের গোলড়া চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
 
আটক দুই ব্যক্তি হলেন- ট্রাকচালক রফিকুল ইসলাম ও হেলপার মন্টু মিয়া।  
 
পুলিশ জানায়, গোলড়া এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ট্রাক থেকে ১ হাজার ৬৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  
 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক রফিকুল ইসলাম ও হেলপার মন্টু মিয়াকে আটক করা হয়।  
 
গোলড়া হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) নান্নু মিয়া বাংলানিউজকে বলেন, আটক দুই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা যশোর থেকে ফেনসিডিলের ওই চালান ঢাকার যাত্রাবাড়িতে নিয়ে যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।  
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।