ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ম্যানহোলে পড়া শিশু নীরব ঢামেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ম্যানহোলে পড়া শিশু নীরব ঢামেকে ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ম্যানহোলে পড়া শিশু নীরবকে উদ্ধারের পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে ম্যানহোলে পড়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বুড়িগঙ্গা নদী থেকে তার অচেতন দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

শিশুটি জীবিত না মৃত সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

মঙ্গলবার (ডিসেম্বর ০৮) রাত আটটা ২০ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বাংলানিউজকে বলেন, আমাদের ডুবুরিরা শিশু সাইফুল ইসলাম নীরবকে বুড়িগঙ্গা নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে। সেখানে পরীক্ষা করলে বোঝা যাবে সে জীবিত না মৃত।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এজেডএস/আরআই

** ম্যানহোলে পড়া শিশু নীরব উদ্ধার বুড়িগঙ্গায়
** এখনও খোঁজ নেই শিশু নীরবের, উদ্ধার কাজ চলছে
** শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।